Entertainment

4 months ago

Ritwick Chakraborty: মোদীর গান্ধী তত্ত্বে এবার সুর চড়ালেন ঋত্বিক!

Rittick Chakraborty, Mahatma Ganghi & Narendra Modi (Sample Picture)
Rittick Chakraborty, Mahatma Ganghi & Narendra Modi (Sample Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি নরেন্দ্র মোদীর “১৯৮২ সালে গান্ধীর জীবনী নিয়ে ছবি তৈরি না হলে মহাত্মা গান্ধীকে কেউ চিনতই না!” এই কথা নিয়ে তর্জা চলছে বিভিন্ন মহলে। প্রধানমন্ত্রীর দাবি করেন, দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেও আন্তর্জাতিক মহলে গান্ধী পরিচিত ছিলেন না ওই সিনেমা তৈরি হওয়ার আগে। এই প্রেক্ষিতেই এবার সুর চড়ালেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। প্রসঙ্গ টেনে তিনি বললেন “প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করায় বিবেক ওবেরয়কে কেউ চিনতে পারে না।”। 

সম্প্রতি ঋত্বিক তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন। সেখানে মোদির সাম্প্রতিক গান্ধী উবাচের উল্লেখ না থাকলেও কারও বুঝতে বাকি থাকেনি যে ওই পোস্ট কোন বিষয়ে! ঠিক কী লিখেছেন ওই পোস্টে ঋত্বিক? অভিনেতা লেখেন, “প্রলাপ এক দুই ও তিন- প্রথমত, ‘মাছের ঝোল’ বলে একটা সিনেমা হয়েছিল, তার আগে অ্যাটেনবরো কিন্তু মাছের ঝোল নিয়ে কিছুই জানতেন না। দ্বিতীয়ত, বিবেক ওবেরয় বলে এক অভিনেতাকে চিনতাম। তারপর প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অভিনয় করাতে ওকে আর আজকাল কেউ বিশেষ চেনে না। তৃতীয়ত, ২০০২ সালের ২৭ শে ফেব্রুয়ারীর পর উনি সারা পৃথিবীতে কুখ্যাত হয়ে যান। এবং অনেকে ওকে চিনে ফেলে।” 

You might also like!