Country

6 hours ago

Malegaon blast judgement 2025:সত্যের জয় হয়েছে, মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় প্রসঙ্গে সাধ্বী প্রজ্ঞা

Sadhvi Pragya reaction
Sadhvi Pragya reaction

 

ভোপাল, ৩ আগস্ট : মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় প্রসঙ্গে কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। রবিবার মধ্যপ্রদেশের ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধ্বী প্রজ্ঞা বলেছেন, "সত্যের জয় হয়েছে। ধর্ম ও সত্য আমাদের পক্ষে ছিল, তাই আমাদের জয় নিশ্চিত। সত্যমেব জয়তে! আমি আগেও এটা বলেছিলাম এবং এখন এটা প্রমাণিত হয়েছে। বিধর্মিওঁ কে, দেশদ্রোহিঁ কে মুঁ কালে হুয়ে হ্যায়। তারা জবাব পেয়েছে। দেশ সবসময় ধর্ম ও সত্যের সঙ্গে ছিল এবং সবসময় থাকবে।"

উল্লেখ্য, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় এনআইএ আদালত সম্প্রতি সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করেছে, যার মধ্যে সাধ্বী প্রজ্ঞাও রয়েছেন।

সাধ্বী প্রজ্ঞা এদিন আরও বলেন, "আদালতের সিদ্ধান্ত একেবারে স্পষ্ট। যারা এটিকে 'গেরুয়া সন্ত্রাস' বলে অভিহিত করেছেন, তাদের মুখে এটি একটি চপেটাঘাত। তারা আগেও এটিকে 'গেরুয়া সন্ত্রাস' এবং 'হিন্দু সন্ত্রাস' বলে অভিহিত করেছেন। মহারাষ্ট্রের চবন (পৃথ্বীরাজ চবন) 'সনাতন আতঙ্কবাদ', 'হিন্দুত্ব আতঙ্কবাদ' নিয়ে কথা বলেছেন। তারা একই শ্রেণীর মানুষ। তারা সকলেই কংগ্রেসের সদস্য।" উল্লেখ্য, আদালতে বেকসুর খালাস হওয়ার পর রবিবারই ভোপালের বাড়িতে আসেন সাধ্বী প্রজ্ঞা।

You might also like!