নয়াদিল্লি, ৩ আগস্ট : ফের মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। রবিবার ভোররাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় দিল্লির বিভিন্ন অংশে, সেই বৃষ্টি থামেনি রবিবার সকালেও। এতটাই বৃষ্টি হয়েছে যে, দিল্লির বিভিন্ন অংশে রাস্তায় জল জমে গিয়েছে। দিল্লির বিজয় চক, কনৌট প্লেস, মিন্টো ব্রিজ, সরোজিনী নগর, মোতি বাগ, আর কে পুরম প্রভৃতি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
ভারী বৃষ্টিতে দিল্লির পাঁচকুইয়ান মার্গে রাস্তায় জল জমে যায়। এই বৃষ্টির সৌজন্যে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই পেলেন দিল্লিবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে আপাতত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং বল্লভগড়-সহ সমগ্র দিল্লি-এনসিআর জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।