kolkata

17 hours ago

Mamata Banerjee: ভোটার তালিকা সংশোধনের আগে প্রবল চাপে BLO-রা, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক!

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হতে না হতেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সংশোধনের মূল দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের (BLO) উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সাবধানবাণী' ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। BLO-দের একাংশ মুখ্যমন্ত্রীর মন্তব্যকে "কোল্ড থ্রেট" বা ঠান্ডা হুমকি বলেই দেখছেন। 

সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,"BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায় সেটা দেখার। এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের।" এই বক্তব্যে শাসক দলের তরফে যেখানে বার্তাটি ‘সহানুভূতিশীল অনুরোধ’ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, সেখানে  অনেক BLO তা হুমকির সুরে বলেই মনে করছেন। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মতো একটি সংবেদনশীল দায়িত্বে তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। 

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে BLO-দের অসন্তোষের সুর শোনা যাচ্ছে। একজন BLO, শিক্ষিকা অনিতা সরকার বলেন, “মুখ্যমন্ত্রী যেভাবে বললেন, এটা তো একেবারে কোল্ড থ্রেট। উনি কীভাবে বলছেন যে কোনও নাম যেন বাদ না যায়? যদি দেখি কেউ ওই ঠিকানায় থাকেন না, অন্য দেশের নাগরিক, তাহলে তো বাদ দিতেই  হবে!” আরেক BLO শিক্ষক চিরঞ্জিত ধীবর বলেন, “মুখ্যমন্ত্রীর কথায় বোঝা যাচ্ছে আমাদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। মৃত বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া আমাদের দায়িত্ব। আমরা শিরদাঁড়া বিক্রি করব না।”BLO কর্মীদের সুরক্ষার দাবিও তুলেছে শিক্ষক-শিক্ষাকর্মী BLO ডিউটি প্রতিরোধ মঞ্চ। আহ্বায়ক অনিমেষ হালদার স্পষ্ট করে বলেন, “সিকিউরিটির ব্যাপারটা স্পষ্ট না হলে আমরা দায়িত্ব পালন করব না। এই কাজ করতে গিয়ে যদি কোনও বিপদ হয়, তার দায় কে নেবে?” BLO শিক্ষক প্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ীই কাজ করব। মুখ্যমন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক, যা কমিশনের নিরপেক্ষতার উপর চাপ সৃষ্টি করতে পারে।” 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া BLO-দের মাধ্যমে হয়। নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BLO-দের রিপোর্টের উপর নির্ভর করেই গ্রহণ করে কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী ভূমিকা নেয়, এবং রাজ্য সরকার BLO-দের  দাবি ও নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার কী সমাধান করে, তার দিকেই এখন নজর গোটা রাজ্যের। তবে বলাই যায়, রাজনীতির চাপে কার্যত কোণঠাসা BLO-রা, সামনে কঠিন পথ।

You might also like!