দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টানা দুই বছর আদিত্য রায় কপূরের সঙ্গে চুটিয়া প্রেম করেছেন অনন্যা পাণ্ডে। সেই প্রেমের বিচ্ছেদের পর পোষ্যের সঙ্গেই বেশ সুখে দিন কাঁটাছিলেন অভিনেত্রী। তবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরেই অনন্যা পাণ্ডের জীবনে এল নতুন বসন্ত।
চলতি বছরের গত ১২ জুলাই মুকেশ আম্বানির ছোট পুত্র সাত পাকে বাঁধা পড়েছে রাধিকা মার্চেন্টের সাথে। মুকেশ আম্বানি তাঁর ছেলের বিয়েতে খরচ করেছেন ৫০০০ কোটি টাকা। এই বিলাস বহুল বিয়ে বলিউড-হলিউড-টলিউড সহ নেতা-মন্ত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। আর এই বিয়ের আসরেই অনন্যা পাণ্ডে পেলেন তাঁর নতুন প্রেমিকে।
সূত্র মারফত তাঁর প্রেমিকের পরিচয় প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, পেশায় প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন দিয়েছেন অনন্যা। ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ক্রুজ় পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওঁদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।” সূত্রের খবর, বিয়েতে অনন্যা সকলের সঙ্গে ‘পার্টনার’ ওয়াকারের পরিচয় করিয়ে দিয়েছিলেন। কোনও রাখঢাক ছিল না। প্রেমের গানের সঙ্গে দু’জন নাচছিলেন। উপস্থিত বহু মানুষ ওঁদের দেখেছেন একসঙ্গে। তবে এখনই এই সম্পর্কে শিলমোহর দেনটি অনন্যা।