Entertainment

4 months ago

Neel Bhattacharya: পূর্ণিমার রাতে মকাইবাড়িতে চা পাতা উত্তোলনে নীল- তৃণা!

Neel Bhattacharya & Trina Saha (File Picture)
Neel Bhattacharya & Trina Saha (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় টলি দম্পতি নীল-তৃণা দিন কয়েক আগেই দার্জিলিংয়ের মকাইবাড়ি টি এস্টেটে ঘুরতে গিয়েছেন। এই ভ্রমণে তাঁদের সঙ্গী পাওলি দাম, সৌরসেনী মৈত্রও। আর সেখানেই এক কেজি চায়ের দাম শুনে মাথা ঘোরার জোগাড় তাঁদের! এক লক্ষ টাকা। তাই মকাইবাড়িতে ঘুরতে গিয়ে চা তোলার কাজেই যোগ দিলেন এবার টলিউড শিল্পীরা। 

নীল ভট্টাচার্য গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় তুলে ধরলেন। টেলিঅভিনেতা বর্তমানে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়। লক্ষাধিক মূল্যের এই চা তৈরির নেপথ্যের কাহিনি তুলে ধরলেন নীল। দার্জিলিং চায়ের মধ্যে সেরা মকাইবাড়ির চা। সেখানকার ‘চায়ের রাজা’ হল সিলভার টিপস ইম্পেরিয়াল। যে চায়ের দাম কেজি প্রতি এক লক্ষাধিক। এই চা মূলত ফ্লেভারেরে জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের উপযুক্ত আবহাওয়া এবং মাটিতেই হয় সিলভার টিপস ইম্পেরিয়াল। এর বিশেষত্ব পাতা সংগ্রহ করা হয় শুধু পূর্ণিমার রাতে। তাও যে সে পূর্ণিমা নয়। রীতিমতো দিনক্ষণ দেখে বিশেষ পূর্ণিমার রাতে কুঁড়ি সংগ্রহ করা হয় বাগান থেকে। কারণ এই সময়ে বাতাসে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে। দীর্ঘ কয়েক দশকেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে সেখানে। কচি, তরতাজা, নরম কুঁড়ি থেকেই তৈরি হয় এই বহুমূল্য চা।

You might also like!