Country

1 day ago

Philippines President to visit India: প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে সাড়া, ভারতে আসছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

Philippines President Bongbong Marcos
Philippines President Bongbong Marcos

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড আর. মার্কোস জুনিয়র ভারত সফরে আসছেন। আগামী ৪-৮ আগস্ট পর্যন্ত ভারতে থাকবেন তিনি। তাঁর সঙ্গেই ভারতে আসছেন ফার্স্ট লেডি ম্যাডাম লুইস আরানেতা মার্কোস। এছাড়াও একাধিক মন্ত্রী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও ঊর্ধ্বতন আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভারত সফরে আসছে। রাষ্ট্রপতি মার্কোস ৮ আগস্ট ফিলিপিন্সে ফিরে যাওয়ার আগে বেঙ্গালুরুও যাবেন। ফিলিপিন্সের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে রাষ্ট্রপতি মার্কোসের প্রথম ভারত সফর। এই সফরের সময়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মার্কোসের মধ্যে ৫ আগস্ট দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে।

You might also like!