Country

10 hours ago

Holy dip at Triveni Sangam: ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান চলছেই, অযোধ্যায় পুণ্যার্থীদের ঢল

Holy dip at Triveni Sangam
Holy dip at Triveni Sangam

 

প্রয়াগরাজ, ২৮ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার সমাপ্তি হয়েছে গত বুধবার। কিন্তু, এই সমাপ্তি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। গত বুধবার সরকারিভাবে মহাকুম্ভ মেলা শেষ হলেও, এখনও প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন পুণ্যার্থীরা। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন অগণিত ভক্ত। তবে, পুণ্যার্থীর সংখ্যা ধীরে ধীরে কমছে।

একইভাবে রামনগরী অযোধ্যায় শুক্রবারও দেখা গেল বিপুল সংখ্যক পুণ্যার্থীদের ভিড়। রামমন্দির চত্বরে ছিল জনস্রোত। বহু পুণ্যার্থী প্রয়াগরাজ থেকেই অযোধ্যায় এসেছেন, রামমন্দিরে রামলালার দর্শন করেন তাঁরা। একইরকম ভিড় দেখা গিয়েছে বারাণসীতেও।

You might also like!