Country

7 hours ago

National Science Day: বিজ্ঞান দিবসের শুভেচ্ছায় বিকাশ-সংকল্প প্রধানমন্ত্রী মোদীর

PM Modi Science Day wishes
PM Modi Science Day wishes

 

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের সংকল্প জুড়েছেন বিজ্ঞান শুভেচ্ছা বার্তায়। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজ্ঞানের প্রতি অনুরাগী, বিশেষ করে আমাদের তরুণ উদ্ভাবকদের জাতীয় বিজ্ঞান দিবসের শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, "আসুন আমরা বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করে তুলি এবং একটি বিকশিত ভারত গড়তে বিজ্ঞানকে কাজে লাগাই। এই মাসের মন কি বাত অনুষ্ঠানের সময়, 'একদিন বিজ্ঞানী হিসেবে' বিষয়ে কথা বলেছিলাম। যেখানে তরুণরা কোনও না কোনও বৈজ্ঞানিক কার্যকলাপে অংশ নেবে"

You might also like!