সিডনি, ২৮ ফেব্রুয়ারি : চলতি চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির ম্যাচ অফিশিয়ালের দায়িত্ব ছেড়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে আসছেন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতা কিংবদন্তি ডেভিড বুন। তাঁকে এই দায়িত্ব দেয়ার সিদ্ধান্তটি নিয়েছে সিএ বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে তাঁকে দেখা যাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিএ–র ডিরেক্টর হিসেবে। সিএ প্রধান মাইক বেয়ার্ড বলেছেন , ক্রিকেটার এবং একজন ক্রিকেট প্রশাসক হিসেবে ডেভিড তাঁর বিশাল অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডে কাজে লাগাতে পারবেন। বোর্ডের বড় দায়িত্বে তাঁকে যুক্ত করতে পেরে আমরা উচ্ছ্বসিত।