নয়াদিল্লি, ১৫ আগস্ট : ৭৯-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী বড় ঘোষণা করলেন। প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা। শুক্রবার, ১৫ আগস্ট থেকে চালু হচ্ছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’। নতুন এই প্রকল্পের মাধ্যমেই মিলবে এই সুবিধা। প্রধানমন্ত্রী এদিন বলেন, আজ থেকেই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ শুরু করা হচ্ছে। বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলেই সরকারের তরফে দেওয়া হবে ১৫ হাজার টাকা। নতুন এই প্রকল্প অনুযায়ী, প্রথমবার চাকরিতে যোগ দেওয়া যুবক-যুবতীদের ১৫ হাজার টাকা দেওয়াই নয়, বেসরকারি সংস্থাগুলিকেও সাহায্য করবে সরকার।