Game

1 day ago

Champions League: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্ন, বেনফিকা ও ক্লাব ব্রুজ

Champions League
Champions League

 

মিউনিখ, ১৯ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে রোমাঞ্চর সব লড়াইয়ের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। নির্ধারিত সময়ে পিছিয়ে থেকে যোগ করা সময়ের শেষ দিকে গোল করে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আর প্লে-অফের দ্বিতীয় লেগে মঙ্গলবার আরেক ম্যাচে শেষ সময়ের গোলে মোনাকোর বিপক্ষে ড্র করে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করছে বেনফিকাও। আর এক ম্যাচে আতালান্তাকে ঘরের মাঠে বিধ্বস্ত করে পরের রাউন্ড নিশ্চিত করছে ক্লাব ব্রুজও।

দ্বিতীয় লেগে ১-১ সমতায় ম্যাচ শেষ হলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে বায়ার্ন। এদিকে, ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোয় উঠেছে বেনফিকা। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বেনফিকা। বায়ার্ন ও বেনফিকা হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ষোলোর টিকিট পেলেও আধিপত্য নিয়ে খেলে নিজেদের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ক্লাব ব্রুজ। ঘরের মাঠে প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ক্লাব ব্রুজ মঙ্গলবার রাতে প্রতিপক্ষকে নিজেদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে।

You might also like!