নয়াদিল্লি, ১৬ আগস্ট : ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, "জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা! ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে সকলের কল্যাণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে ন্যায়বিচার অনুসারে কর্তব্য পালনের পথ দেখিয়েছেন। জন্মাষ্টমীর শুভ মুহূর্তে আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে সমাজ ও দেশকে শক্তিশালী করার সংকল্প করি।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "সকল দেশবাসীকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। বিশ্বাস, আনন্দ এবং উৎসাহের এই পবিত্র উৎসব আপনাদের জীবনে নতুন শক্তি এবং উৎসাহ সঞ্চার করুক। জয় শ্রী কৃষ্ণ!"
सभी देशवासियों को जन्माष्टमी की असीम शुभकामनाएं। आस्था, आनंद और उमंग का यह पावन-पर्व आप सभी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे। जय श्रीकृष्ण!
— Narendra Modi (@narendramodi) August 16, 2025