Country

7 hours ago

Neelam Shinde Accident: নীলম শিন্ডে এখনও কোমায়, অবশেষে ভিসা অনুমোদন পেল পরিবার

Neelam Shinde
Neelam Shinde

 

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি : আমেরিকায় পথ দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছেন মহারাষ্ট্রের বাসিন্দা নীলম শিন্ডে। ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। অনেক চেষ্টার পর অবশেষে আমেরিকান ভিসা পেল নীলমের পরিবার। বিগত ১০ দিন ধরে ভিসার জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল নীলমের পরিবার, অবশেষে ভিসার অনুমোদন পেয়েছেন তাঁরা।

শুক্রবার নীলমের বাবা তানাজি শিন্ডে বলেছেন, "অবশেষে আমরা ভিসা পেয়েছি এবং এখন আমেরিকা যাব। দুর্ঘটনাটি ১৪ তারিখে ঘটেছিল এবং আমরা ১৬ তারিখে সে সম্পর্কে জানতে পেরেছি। তখন থেকে আমরা ভিসার জন্য লড়াই করছিলাম, মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকার আমাদের সাহায্য করেছে।"

গবেষণার কাজে গত চার বছর ধরে আমেরিকায় রয়েছেন নীলম। গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। মাথায় চোটের কারণে কোমায় চলে যান নীলম। শরীরের একাধিক হাড়ও ভেঙে গিয়েছে তাঁর। সেই থেকে আমেরিকার এক হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। ঘটনার দু’দিন পেরিয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের সাতারায় নীলমের বাড়িতে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর থেকেই আমেরিকার ভিসা পাওয়ার জন্য চেষ্টা করেন উদ্বিগ্ন বাবা-মা। অবশেষে ভিসা পেলেন তাঁরা।

You might also like!