Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

West Bengal

5 months ago

Bridge theft in Bhangarh: ভাঙড়ে ব্রিজে ড্রিল করার অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে, চাঞ্চল্য

Bridge  (Symbolic picture)
Bridge (Symbolic picture)

 

ভাঙড়, ১৮ ফেব্রুয়ারি : দুঃসাহসিক ঘটনা ভাঙড় দু নম্বর ব্লকের শোনপুরে। সেখানেই বাগজোলা খালের উপর অবস্থিত সোনপুর ব্রিজ ১৩ সেপ্টেম্বর ২০১০ সালে ভূমি রাজস্ব দফতরের তৎকালীন মন্ত্রী রেজ্জাক মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরেই গড়ে উঠেছিল এই ব্রিজ। খাল থেকে অনেক উঁচু ব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই দোকান, পসার চালান স্থানীয়রা। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ী নতুন দোকান করার জন্য ব্রিজের গার্ড রেল ভেঙেছেন রাতের অন্ধকারে। শুধু তাই নয় লোহার শাটার বসানোর জন্য ব্রিজের পিলারে একাধিক ড্রিল করেছেন। রাতের অন্ধকারে এই কাজ হচ্ছিল সোমবার। স্থানীয়রা বলছেন, বিষয়টি শুধু দুঃসাহসিক নয় সেই সঙ্গে ভয়াবহও। কারণ এমন ঘটনার জেরে ব্রিজ তার সাধারণ ধারণ ক্ষমতা হারাবে এবং যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা এই বিষয়টি জানতে পেরে উত্তর কাশিপুর থানার পুলিশকে জানালে কাজটি বন্ধ করে পুলিশ। স্থানীয় প্রশাসন এবং শাসকদলের অজ্ঞাতসারে কীভাবে এমন কাজ চলছিল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এভাবে ব্রিজের গার্ড ওয়াল ভেঙ্গে পিলার ফুটো করে শাটার বসানো দেখে অবাক পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


You might also like!