Game

18 hours ago

Luis Rubiales: চুম্বনকাণ্ডে রুবিয়ালেসের শাস্তি

Luis Rubiales
Luis Rubiales

 

বার্সিলোনা, ২১ ফেব্রুয়ারি  : ২০২৩ সাল মেয়েদের বিশ্বকাপ ফুটবল ফাইনাল। সেই ফাইনালের পর স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে চুম্বনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেস। বৃহস্পতিবার তাঁকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা করেছে স্পেনের হাই কোর্ট। তবে বলপ্রয়োগের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। তবে মামলায় রুবিয়ালেসের কারাদণ্ড চেয়েছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। এই রায়ে রুবিয়ালেসকে এক বছর জেনিফার এরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে বারণ করা হয়েছে।আর ১৮ মাস ধরে প্রতিদিন ২০ ইউরো ধরে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

You might also like!