Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

2 weeks ago

Arabian Sea drowning: আরব সাগরে ডুবে একই পরিবারের চার জনের মৃত্যু, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি

Three of family drown in sea in Maharashtra's Sindhudurg during picnic
Three of family drown in sea in Maharashtra's Sindhudurg during picnic

 

মুম্বই, ৪ অক্টোবর  : আরব সাগরে ডুবে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার শিরোদা-ভেলাগড় সমুদ্র সৈকতে একই পরিবারের আট জন পিকনিক করতে এসেছিলেন। সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একই পরিবারের আট জন সদস্য পিকনিকে এসেছিলেন। তাঁদের মধ্যে দু’জন কুদাল (সিন্ধুদুর্গ)-এর বাসিন্দা এবং বাকি ছ’জন বেলগাঁও (কর্ণাটকের বেলাগাভি) থেকে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, পরিবারের আট জন সদস্যই একসঙ্গে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। কিন্তু তাঁরা জলের গভীরতা বুঝতে না পেরে কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকারী দল ওই পরিবারের ১৬ বছর বয়সি এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশ তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত চারটি দেহ উদ্ধার করেছে। তবে ওই পরিবারের এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

You might also like!