Country

3 days ago

Haridwar :হরিদ্বারে নদীতে পড়লেন ভারতের প্রাক্তন কবাডি অধিনায়ক, উদ্ধার করল উত্তরাখণ্ড পুলিশ

Kabaddi captain rescued
Kabaddi captain rescued

 

হরিদ্বার, ২৪ জুলাই : হরিদ্বারে গঙ্গা নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়ার পর বুধবার নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত এবং ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডাকে ।

উত্তরাখণ্ড পুলিশের ৪০তম ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

হুডা একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেছেন, আমি মহাশিবরাত্রির উপবাস পালন করছিলাম এবং গঙ্গায় প্রার্থনা করতে গিয়েছিলাম, ঠিক সেই সময় আমি পা পিছলে দ্রুত বহমান নদীতে পড়ে যাই। তীব্র স্রোত নৌকাকে গতিপথ থেকে সরিয়ে নিলেও, ব্যাটালিয়নের অফিসাররা সাহসের সাথে নৌকায় ঝাঁপিয়ে পড়েন এবং আমাকে নিরাপদে টেনে আনেন।"

উত্তরাখণ্ড পুলিশ তাদের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে উদ্ধারের একটি ভিডিও শেয়ার করেছে।


You might also like!