নয়াদিল্লি ও মুম্বই, ২৩ জুলাই : স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বুধবার সকালে দিল্লির বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানী বিভিন্ন অংশে জলও জমে যায়। তবে, কোথাও জল জমে ভোগান্তির খবর পাওয়া যায়নি। দিল্লির আইটিও, রাজাজি মার্গ, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি হয় ইন্ডিয়া গেট এলাকাতেও।
অন্যদিকে, বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টি হয়েছে গোটা মুম্বই জুড়ে। কমলা সর্তকতা জারি করেছে বাড়িয়ে আবহাওয়া দফতর (আইএমডি)। একই সঙ্গে সমুদ্রে জোয়ারের সতর্কতাও জারি বাণিজ্যনগরীতে।