দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় বলে, জলের আর এক নাম জীবন। তবে শুধু কথায় নয়, জল কাজেও ঠিক সেই ভূমিকাই পালন করে। কেউ কেউ আবার সকালে ঘুম থেকে উঠেই চুমুক দেন ঈষদুষ্ণ গরম জলে। চিকিৎসকদের মতে, এই জলের একাধিক প্রভাব পড়তে পারে শরীরে।
চিকিৎসকরা জানান, গরম জল শরীরের বিপাক ক্রিয়াকে স্বাভাবিক রাখে। ফলে হজমের সমস্যা থেকে রেহাই মেলে। এ ছাড়া খালি পেটে গরম জল পান করলে শরীর থেকে টক্সিনও দূর হয়ে যায়। আর ঠিক কি কি উপকার পাওয় যায়, তা জানাবো একনজরে।
১) প্রতি দিন সকালে খালি পেটে গরম জল পান করলে রক্ত পরিশোধিত হয়। খালি পেটে অন্তত তিন গ্লাস গরম জল পান করলে প্রস্রাবের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থগুলি বেরিয়ে যায়।
২) কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খালি পেটে গরম জল পান করলে বেশ উপকার মেলে।
৩) গরম জল ঋতুঃস্রাবের সমস্যা দূর করতে পারে। পেটের পেশির নমনীয়তা বাড়ায় ফলে এই সমস্যা দূর হয়।
৪) ঠান্ডা লাগা, বুকে কফ জমে যাওয়া এবং গলা ব্যথার অব্যর্থ দাওয়াই গরম জল। গরম জল বের করে দেয়। এ ছাড়া নাকের পথ পরিষ্কার রাখে।
৫) গরম জল চুলের গোড়ায় থাকা স্নায়ুগুলি সক্রিয় করে চুল শক্ত করে। ফলে চুল লম্বা হয় ও উজ্জ্বল থাকে।
৬) গরম জল পান করলে শরীরে নতুন কোষ তৈরি হয়। তা ছাড়া পেশিতে কোনও প্রকার ব্যথা থাকলে তা নিরাময় হয়। পেশি মজবুত করতেও সাহায্য করে গরম জল।
৭) খালি পেটে জল পান করলে ত্বকের স্বাস্থ্য ভাল হয়। ব্রণর সমস্যাও দূর হয়।
৮) গরম জল খেলে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। ফলে ঘাম হয়। ঘামের সঙ্গে শরীরের অনেক ধরনের বর্জ্য বের হয়ে যায়। এতে শরীর সুস্থ থাকে।
৯) দাঁতের ব্যথাতেও গরম জল দারুণ উপকারী। মারি ফুলে গেলে কিংবা দাঁতে ব্যথা হলে গরম জল দিয়ে ব্রাশ করুন। গরম জল খেলেও উপকার পাবেন।