Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Health

2 years ago

Face besuty tips:মুখ ঝলমলে সতেজ করে তুলতে ভরসা রাখুন কমলালেবুর উপরে

orange
orange

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 



ভিটামিন সি এর উৎস হল কমলালেবু। খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন কমলালেবু। সেই সঙ্গে রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন। কমলালেবু ও কমলালেবুর খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আবার ঝলমলে ও সুন্দর চুলের জন্যও ব্যবহার করা হয়। তাই পার্লারে না গিয়ে কমলালেবু দিয়ে বাড়িতে বসেই করুন রূপচর্চা। 


স্ক্রাব হিসেবে

কমলালেবুর খোসা রোদে শুকিয়ে সেটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়োর সঙ্গে সমপরিমাণ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর পেস্টটি মুখে,ঘাড়ে,হাতে লাগিয়ে ভালো করে লাগিয়ে নিন । শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল।


টোনার হিসেবে

কমলালেবুর রস বের করে বরফের ট্রেতে জমিয়ে নিন। এই বরফ ত্বকে লাগালে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। দীর্ঘদিন ধরে ত্বক টানটান রাখতে এবং বয়সের ছাপ এড়াতে এটি ব্যবহার করতে পারেন।


ত্বকের ময়লা দূর করতে

ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখতে ময়দার সঙ্গে পরিমাণ মতো কমলালেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। কিছুক্ষণ এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বকের ময়লা দূর হবে।


ফেস প্যাক হিসেবে

কমলালেবুর খোসা ছাড়িয়ে সেটিকে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখুন। এরপর কমলালেবুর খোসার গুঁড়ো এবং টক দই একসঙ্গে মিশিয়ে ওই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও ঝলমলে।


You might also like!