Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Itchy skin in summer: গরমে চুলকানি হাত থেকে কিভাবে বাঁচবেন? রইল সমাধান

Itchy skin
Itchy skin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এই সময় ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। গরমে বাচ্চাদের হাত, ঘাড়, পিঠ বা পায়ের ভাঁজে ঘাম জমে কখনও র‌্যাশ কখনও চুলকানি শুরু হয়। তীব্র গরমে তো ঘামাচির সমস্যা আছেই!! এমন কিছু উপাদান রয়েছে যা ব্যবহার করলে এই চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যা বাচ্চাদের সঙ্গে ব্যবহার করতে পারেন বড়রাও।

ত্বকের সব সমস্যার সমাধান নিম। নিমপাতা দিয়ে ফোটানো জলে স্নানও করতে পারেন নিয়মিত। গরমের হাত থেকে ত্বককে বাঁচাতে এখন থেকেই অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণযুক্ত নিমপাতা ব্যবহার শুরু করে দিন। আর চুলকানি হলে নিমপাতা বেটে লাগান উপকার পাবেন।

ল্যাভেন্ডারের প্রাকৃতিক উপাদান মাথা ঠান্ডা রাখবে। অনিদ্রা দূর করতে সহায়ক এই ফুল। ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতেও পারে।

গরমে ত্বকের জ্বালাভাব দেখা দিলে যষ্ঠিমধু লাগিয়ে দিতে পারেন। কোথাও যদি ফুলে যায় বা ত্বক লাল হয়ে যায়, সেখানে লাগালে ভালো ফল পাওয়া যাবে। বাচ্চাদের ত্বকেও ব্যবহার করতে পারেন এই জড়িবুটি।

গরমের সময় ঢিলেঢালা ও সুতির কাপড়ে আরাম পাওয়া যায়। তাই চেষ্টা করুন সবসময় সুতির পোশাক ব্যবহার করতে। এছাড়াও ক্যালামাইন যুক্ত লোশান ব্যবহার করতে পারেন। এতে ত্বকের শুষ্কতা কমে। ফলে চুলকানি, র‌্যাশ কম হবে। তবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করবেন।

You might also like!