Game

1 week ago

Paris Olympics : ভারতে প্যারিস অলিম্পিক দেখা যাবে খেলা শুরুর ৩ ঘন্টা ৩০মিনিট পর

Paris Olympics (symbolic picture)
Paris Olympics (symbolic picture)

 

কলকাতা, ১১ জুলাই ঃ এসে গেল গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকের ৩৩তম সংস্করণ। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিকের এই গ্রেটেস্ট শো অন আর্থ । অলিম্পিকের খেলা দেখার জন্য ক্রীড়াপ্রেমীরা উদগ্রীব। বিশেষ করে নীরজ চোপড়ার ইভেন্ট। প্যারিস ভারতীয় মান সময় থেকে ৩ঘন্টা ৩০মিনিট পিছিয়ে। অলিম্পিক আনুষ্ঠানিকভাবে ২৬ জুলাই শুরু হওয়ার সময়, ফুটবল এবং রাগবি সেভেনস ম্যাচগুলি ২৪ জুলাই থেকে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে৷ দেখা যাবে ভারতের বিভিন্ন স্পোর্টস চ্যানেলে। তবে অলিম্পিকের সমাপ্তি না হওয়া পর্যন্ত প্রতিযোগিতার সময়সূচী পরিবর্তনও হতে পারে।

You might also like!