Game

3 weeks ago

UEFA Nations: উয়েফা নেশন্স : স্পেন দলে তিন নতুন মুখ

UEFA Nations
UEFA Nations

 

বার্সিলোনা  : দুটো ম্যাচ বাকি রেখেই উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেছে স্পেন। এই নভেম্বরেই শেষ দুটি ম্যাচ খেলবে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের সঙ্গে l ১৫ নভেম্বর ডেনমার্ক ও ১৮ নভেম্বর প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন লা ফুয়েন্তে।

স্পেন স্কোয়াড :

ডেভিড রায়া, আলেক্স রেমিরো, রবার্ট সানচেজ, এইতর প্যারাদেস, ওস্কার মিনগুয়েজা, পেদ্রো পোরো, ডানি ভিভিয়ান, এমেরিক লাপোর্তে, পাও তোরেস, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্টিন জুবিমেন্দি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, আলেক্স বায়েনা, দানি ওলমো, মার্ক কাসাডো, পেদ্রি, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, আয়োজ পেরেজ, সামু ওমোরোদিন ও ব্রায়ান জারাগাজা।

You might also like!