জাকার্তা, ১ ডিসেম্বর : ছ'বছর আগে অর্থাৎ ২০১৭ সালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ইউরোপিয়ান দল ইংল্যান্ড ও স্পেন ছ'বছর পরে আবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ইউরোপের দুটি দল খেলবে ইন্দোনেশিয়ায়। এবার ফাইনালে খেলবে জার্মানি ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ৩৮ বছর পর ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি। ৩৮ বছর পর ফাইনালে উঠে জার্মানি। আর দ্বিতীয় সেমিফাইনালে মালিকে হারিয়ে জার্মানির প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স।
অনূর্ধ ১৭ বিশ্বকাপে ফ্রান্স একবারই ফাইনালে উঠেছিল ২০১১ সালে। সেবার তারা শিরোপাও জিতেছিল। ২২ বছর পর আবার তাদের শিরোপা জয়ের সুয়োগ এসেছে। আর জার্মানির সামনে এবার প্রথম চ্যাম্পিয়ন হওয়ার সুয়োগ। আগামীকাল ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে ফ্রান্সের দ্বিতীয় নাকি জার্মানি প্রথম অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতবে সেটাই এখন দেখার।