কলকাতা, ১৮ জানুয়ারি : আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ এ তে রয়েছে ভারত৷ নিকি প্রসাদের নেতৃত্বে ভারত, রবিবার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে।
ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র আছে গ্রুপ বি তে। গ্রুপ সি-তে আছে নিউজিল্যান্ড, নাইজেরিয়া, সামোয়া এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ডি-তে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচগুলি ২৩ জানুয়ারী পর্যন্ত হবে, তারপরে ২৫ জানুয়ারি থেকে সুপার সিক্স শুরু হবে।
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, তারপর ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বেইউমাস ওভালে। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সংস্করণে ইংল্যান্ডকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণও জিতেছিল ভারত।
অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর ভারতীয় স্কোয়াড:
নিকি প্রসাদ ( অধিনায়ক ), সনিকা চালকে, জি ত্রিশা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, জোশিতা ভিজে, সোনম যাদব, পারুণিকা সিসোদিয়া, কেশরী ধৃতি, আয়ুষী শুক্লা, অনিন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণম।