Game

1 year ago

India Cricket team: বিশ্বকাপের পরেই নয়া অধিনায়ক ভারতীয় টিমে, চোটের কারণে বিশ্রামে থাকবেন হার্দিক

India Cricket team
India Cricket team

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : বিশ্বকাপ শেষ হলেই অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত। জানা গিয়েছে ওই টি-২০ সিরিজে বদল হবে টিম ইন্ডিয়ার নেতৃত্ব। প্রাথমিকভাবে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার ভাবনাচিন্তা থাকলেও চোটের কারণ তিনি এখনও বিশ্রামে। সেকারণে তাঁর জায়গায় অন্য অধিনায়ক বেছে নেওয়া হতে পারে।

ই এস পি এন ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক না করার বিষয়টি একপ্রকার নিশ্চিত। পরিবর্তে তাঁর জায়গায় থাকতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। এশিয়ান গেমসে সোনা জিতেছেন রুতুরাজ। সেকারণে তার উপরেই দায়িত্ব দিতে চাইছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট।

তবে অন্য একটি সূত্র থেকে আরও একজনের নাম উঠে আসছে। সূর্য কুমার যাদবকেও টি২০ সিরিজের অধিনায়ক করা হতে পারে। কারণ তিনি চলতি বছরেই টি-২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে। সেকারণে তাঁকেও অধিনায়ক করা হতে পারে।

এদিকে ভারতীয় টিমের মধ্যে পরিবর্তন আনতে পারে ম্যানেজমেন্ট। কারণ বিশ্বকাপে একটানা ম্যাচে খেলে অনেক খেলোয়াড়ই বিশ্রামে যেতে পারেন।


You might also like!