Game

1 month ago

Paris Olympics : বিতর্কিত ম্যাচ! আর্জেন্টিনার গোল বাতিল, মরক্কোর কাছে হতাশার হার

Paris Olympics (symbolic picture)
Paris Olympics (symbolic picture)

 

প্যারিস, ২৫ জুলাই : প্যারিস অলিম্পিকের শুরুটা ভালো হলো না দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়নদের। বুধবার মরক্কোর বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল আর্জেন্টিনা। এই ম্যাচটি ঘিরে ছিল নানা নাটক। নাটকের শুরু দ্বিতীয়ার্ধে। যোগ করা সময়ের ষোড়শ মিনিটে গোল পান আর্জেন্টিনার ক্রিস্তিয়ান মেদিনা। খেলার ফলাফল তখন ২-২। আর সেই সময় দর্শকদের ঝামেলায় প্রায় দুই ঘণ্টা ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা শুরু হলে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের জন্য মেদিনার সেই গোল বাতিল হয়ে যায়। ফলে মরক্কো পায় বিতর্কিত এক জয়।

বিতর্কিত পরাজয়ের পর আর্জেন্টিনা কোচ বললেন, ‘জীবনে সবচেয়ে বড় সার্কাস দেখলাম।লম্বা বিরতির পর তিন মিনিটের জন্য মাঠে নামানোর ব্যাপারটি কোনোভাবেই মেনে নেয়া যায় না।' পরের ম্যাচে আগামী শনিবার আর্জেন্টিনা খেলবে ইরাকের সঙ্গে আর মঙ্গলবার তাদের খেলতে হবে ইউক্রেনের সঙ্গে। ১৬ দলের আসরে চার গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার-ফাইনালে যাবে।

You might also like!