রোম, ৭ জুন : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করল ইতালি। ইউরোর মূল অভিযানে নামার আগে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে ৯ জুন বসনিয়ার বিপক্ষে। এরপর ১৫ জুন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ইউরোতে ‘বি’ গ্রুপে রয়েছে ইতালি। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্পেন ও ক্রোয়েশিয়া।
ইউরোর জন্য ইতালির চূড়ান্ত দল:
গোলরক্ষক: জিয়ানলুইগি ডোনারুম্মা, অ্যালেক্স মেরেট, গুগলিয়েলমো ভিকারিও
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলেসান্দ্রো বুওঙ্গিওরিনো, রিকার্ডো ক্যালাফিওরি, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, মাত্তেও ডারমিয়ান, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো ডিমারকো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি
মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্টান্তে, নিকোলো ফাগিওলি, মাইকেল ফোলোরুনশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি
ফরোয়ার্ড: ফেদেরিকো কিয়েসা, স্টেফান এল শারাওয়ি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা, মাতিয়া জাকাগনি।