Game

3 weeks ago

ICC Test Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং : শীর্ষস্থান হারালেন জাসপ্রিত বুমরাহ, অশ্বিন

ICC Test Ranking
ICC Test Ranking

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  নিউজিল্যান্ডের কাছে ২-০তে হারের পর র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।  আইসিসি যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে তাতেই দেখা যাচ্ছে তাঁদের টপকে ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। অবনমন ঘটেছে বিরাট ও ঋষভ পন্থেরও।

চলতি টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন রাবাডা। লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেট তোলার নজিরও গড়েছেন এই তারকা প্রোটিয়া পেসার। তার পরেই ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছেন রাবাডা। বুমরাহ-অশ্বিনকে টপকে ক্রমতালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার জশ হেজেলউড। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছেন বুমরাহ এবং অশ্বিন।

বুমরাহ ও অশ্বিনের র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও আশা জাগিয়েছেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে। তবে ক্রমতালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন ঋষভ পন্থ ও ৬ ধাপ অবনতি হয়েছে বিরাট কোহলিরও। আইসিসি র‌্যাঙ্কিং–এ প্রথম দশে যশস্বী ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার নেই।


You might also like!