লন্ডন, ১৮ নভেম্বর : ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে আবারও জয় পেয়েছে ইংল্যান্ড। শনিবার ভোররাত পৌনে ২টায় ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও মাল্টা। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় ইংলিশরা। মাল্টার ডিফেন্ডার এনরিকো পেপের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পরে দলের পক্ষে একমাত্র গোল করেন হ্যারি কেইন।
এই গোলের ফলে ইংলিশ তারকা হ্যারি কেইন করলেন ৬২তম আন্তর্জাতিক গোল। এ দিকে মাল্টাকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানের জায়গাটি আরও শক্ত করল ইংল্যান্ড। ৭ ম্যাচ শেষে ৬ জয় ও ১ ড্র নিয়ে কেইনদের পয়েন্ট ১৯।