FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022 : গুরুতর অসুস্থ নেইমার ! বিশ্বকাপে তাকে দেখা যাবে তো?

Neymar Jr.
Neymar Jr.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতকাল সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমার হীন ব্রাজিল জয় হাসিল করলেও, ব্রাজিল দল ও সমর্থকদের খুশিতে অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে নেইমারের চোট। পায়ের গোড়ালির চোটের জন্য গতকালের ম্যাচে তাকে দেখা যায়নি, তবে আগামী দিনেও তাকে বিশ্ব কাপের ময়দানে দেখা যাবে কি না নিশ্চিত বলা, যাচ্ছে না। চোটের উপর তাঁর জ্বরও হয়েছে। যা নিয়ে চিন্তায় থাকছে টিম ব্রাজিল।  

তারকা ফুটবলারের যে জ্বর হয়েছে সেই খবর সামনে এনেছেন তাঁরই সতীর্থ ভিনিকিয়াস জুনিয়র। তিনি জানান, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেইমার মাঠেও আসতে পারেনি ও ভালো নেই। শুধু পায়ের কারণেই নয়, একটু জ্বরও ছিল। আশা করছি, খুব তাড়াতাড়ি নেইমার সুস্থ হয়ে উঠবে।'    

প্রসঙ্গত, সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ৮০ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। বেঞ্চে বসে নেইমারকে কাঁদতেও দেখা যায়। চোটের পর আবার জ্বর , অনিশ্চয়তার মধ্যে রয়েছে নেইমারের সফর।  

প্রসঙ্গত, নেইমার চোট পাওয়ার পর দলের ডাক্তার জানিয়েছিলে,  'শুক্রবার বিকেলে নেইমারের একটি MRI করা হয়েছিল। ওর গোড়ালির লিগামেন্টের ক্ষতি হয়েছে। পরের ম্যাচ নেইমার খেলতে পারবে না। তাকে নিয়ে আমরা চিন্তিত। তবে সতর্কও থাকছি। নেইমার যেন বিশ্বকাপে খেলতে পারে সেটাও দেখা হচ্ছে। তার চিকিৎসার কোনও ত্রুটি থাকবে না।'  

You might also like!