Festival and celebrations

1 year ago

Mahashivratri : মহাশিবরাত্রি উপলক্ষ্যে মধ্যরাত থেকে শুরু হয়েছে বাবা মহাকালের দর্শন, দর্শন চলবে টানা ৪৪ ঘণ্টা

Mahakal's darshan
Mahakal's darshan

 

উজ্জয়িনী, ১৮ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উৎসব উপলক্ষে উজ্জয়িনী শহরে আজ উৎসবের আমেজ। বাইরে থেকে আসা লাখো ভক্তকে স্বাগত জানাতে সারা রাত জেগে থাকে শহর। পুরোনো শহর ও রাস্তাঘাট জমজমাট। ইন্দোর রুটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সর্বত্র জয় মহাকালের প্রতিধ্বনি।

মহাশিবরাত্রি উৎসব উপলক্ষে শুক্রবার-শনিবার বিকেল ৩টা থেকে শুরু হয়েছে দর্শনা-প্রক্রিয়া। বর্তমানে প্রায় দুই লাখ ভক্ত মহাকাল মন্দির এলাকায় পৌঁছেছেন, দর্শনের পালা অপেক্ষা করছেন।

পরিস্থিতি এমন যে পুলিশ সদস্য ও সেবা সংস্থার স্বেচ্ছাসেবকদের ভিড় ব্যবস্থাপনায় বেশ অসুবিধা হচ্ছে। ঠাণ্ডায় বিশ্বাস ভারি। সারা রাত ঠাণ্ডা বাতাস বয়ে গেলেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশু থেকে নারী, যুবক থেকে বৃদ্ধ সবাই ভোলেনাথের দর্শন পেতে উদগ্রীব। পুরো উজ্জয়িনী শহর এ সময় শিবময় হয়ে উঠেছে।

পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার শুক্লা জানিয়েছেন, মহাশিবরাত্রিতে দর্শনের ব্যবস্থার জন্য গঙ্গোত্রী গার্ডেন থেকে ভক্তদের প্রবেশ করানো হচ্ছে। এখান থেকে ভক্তরা চারধাম মন্দির জলাশয়ের পথ থেকে রুদ্র সাগরের তীরে ত্রিবেণী জাদুঘরে পৌঁছাবেন। ভক্তরা নন্দী মণ্ডপম, মহাকাল লোক হয়ে ত্রিবেণী মিউজিয়াম জলের ট্যাঙ্ক থেকে মানসরোবর ভবনে প্রবেশ করবেন এবং ফ্যাসিলিটি সেন্টার-১ হয়ে কার্তিক মণ্ডপে প্রবেশ করবেন। দর্শনার্থীরা কার্তিক মণ্ডপম বা গণেশ মণ্ডপে বাবা মহাকাল দেখতে পাবেন। 

You might also like!