Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : শোভাবাজার রাজবাড়ির পুজোয় পরতে পরতে বনেদিয়ানার ছাপ

Durga Puja in Shobhabazar Rajbari (File Picture)
Durga Puja in Shobhabazar Rajbari (File Picture)

 

কলকাতা : কলকাতার যে কয়েকটি বনেদি বাড়ির পুজো দেখতে ভিড় উপচে পড়ে, সেই তালিকায় হয়তো সবার প্রথমে থাকে শোভাবাজার রাজবাড়ির পুজো। কলকাতার এই রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে ২৬৭ বছর ধরে। বলা হয়ে থাকে, এটাই নাকি কলকাতার প্রথম দুর্গাপুজো।

সাবেকি এই দুর্গাপুজো পরতে পরতে রয়েছে বনেদিয়ানার ছাপ। ষষ্ঠী ও সপ্তমী পেরিয়ে রবিবার অষ্টমীর পুজো চলেছে শোভাবাজার রাজবাড়িতে। অষ্টমীর পুজো ঘিরে সকাল থেকেই তুমুল ব্যস্ততা শুরু হয় এখানে। প্রথমে মহাস্নান। তারপর মায়ের আরতি আর হোম।

শোভাবাজার রাজবাড়ির পুজোতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তারই মধ্যে অন্যতম হল নবঘট। নব পতাকা অর্থাৎ অষ্ট যোগিনীর পুজো। মায়ের নয়টি রূপ। তাই নয়টি ঘটে পুজো হয়। বৈশিষ্ট্য রয়েছে ভোগের ক্ষেত্রেও। ৬৪টি থালায় সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্য। দেবী উমা বাঙালির ঘরের মেয়ে। শোভাবাজার রাজবাড়িতে তাকে দেওয়া হয় মিষ্টি ভোগ।

এই রাজবাড়ির পুজোয় মিষ্টির কারিগরও বাঁধা থাকে। মেদিনীপুর থেকে এসেছেন মিষ্টির কারিগররা। অষ্টমীর পুজোয় পুষ্পাঞ্জলি থেকে দেবীকে ভোগ নিবেদন করার পর, সন্ধিপুজোর প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়েন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা।

You might also like!