দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোটা এক বছরে বারোটি পূর্ণিমা থাকে। ২০২৪ সাল সবে শুরু হয়েছে, বাংলা ক্যালেন্ডার অনুসারে এখন চলছে পৌষ মাস। বাংলা পঞ্জিকা মতে মকর সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় মাঘ মাস। আবার বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছরের প্রথম পূর্ণিমার পরের দিন থেরে শুরু হবে মাঘ মাস। একটি মাসে দুটি পক্ষ থাকে, শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষ। পৌষ মাসের শুক্লপক্ষের শেষ দিন পৌষ পূর্ণিমা নামে পরিচিত।
শাস্ত্রানুসারে, পৌষ পূর্ণিমা মোক্ষ লাভ করার জন্য উপযুক্ত। এদিন পুজো অর্চনা করলে ও গঙ্গাস্নান করলে পূণ্যলাভ হয়। পৌষ পূর্ণিমায় জপতপ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। জেনে নিন কবে পৌষ পূর্ণিমা ও এই তিথির মাহাত্ম্য।
এই বছরের প্রথম পূর্ণিমা পালিত হবে আগামী ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার। এই পূর্ণিমা পৌষ পূর্ণিমা নামে পরিচিত। এই দিনে প্রয়াগ রাজে মাঘ মেলার দ্বিতীয় শাহী স্নান হবে। পৌষ পূর্ণিমা থেকে ত্রিবেণী সংগম পর্যন্ত এক মাস ধরে কল্পবাস পালন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।
পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমা তিথি পড়বে ২৪ জানুয়ারি ২০২৪ রাত ৯টা ৪৯ মিনিটে। পৌষ পূর্ণিমা তিথির অবসান হবে ২৫ জানুয়ারি ২০২৪ রাত ১১টা ২৩ মিনিটে। পৌষ পূর্ণিমায় অনেক হিন্দু গৃহে সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করা হয়।
স্নান দান মুহূর্ত: ২৫ জানুয়ারি ২০২৪ সকাল ৫টা ২৬ মিনিট - ২৫ জানুয়ারি ২০২৪ সকালে ৬টা ২০ মিনিট
সত্যনারায়ণ পুজো: ২৫ জানুয়ারি ২০২৪ সকাল ১১টা ১৩ মিনিট - ২৫ জানুয়ারি ২০২৪ রাত ১২টা ৩৩ মিনিট
চন্দ্রোদয়ের সময়: ২৫ জানুয়ারি ২০২৪ সকাল ৫টা ২৯ মিনিট
লক্ষ্মী পুজো: ২৫ জানুয়ারি ২০২৪ রাত ১২টা ৭ মিনিট - রাত ১টা
পৌষ মাসে সূর্য দেবতা ও চন্দ্র দেবতার আরাধনা করা হয়ে থাকে। সূর্যদেব ও চন্দ্রদেবের আশীর্বাদে জীবনের পথে সব বাধা দূর হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে সুখ, সম্পদ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। আগামী পৌষ পূর্ণিমায় লক্ষ্মী, নারায়ণ ও মহাদেবের আরাধনা করুন।
শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গাস্নান করা অত্যন্ত শুভ। এর ফলে স্বাস্থ্য ভালো হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং সব বিপদের মোকাবিলা করার মতো জোর পাওয়া যায়।