Festival and celebrations

10 months ago

Saraswati Puja 2024 : বাগ্‌ দেবীর আরাধনার সঙ্গে জড়িয়ে গিয়েছে হলুদ পোশাক পরার রীতি! কারন জানেন?

Saraswati  Puja  Fashion (Symbolic Picture)
Saraswati Puja Fashion (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে  হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে মা সরস্বতী পূজিত হন। ২০২৪ সালে, এই  ১৪ ফেব্রুয়ারি, বুধবার, সরস্বতী পুজো পড়েছে। আর বসন্ত পঞ্চমীতে সকলেই হলুদ রং পরতে পছন্দ করেন। অথচ দেবী সরস্বতীর মন্ত্র বলে , তিনি শুভ্রবস্ত্রাবৃতা। সরস্বতীর সাদা পোশাক বিশুদ্ধতাকে নির্দেশ করে। তিনি শ্বেতপদ্মাসনা। তাহলে কেন, বিদ্যার দেবীর আরাধনার সঙ্গে জড়িয়ে গিয়েছে হলুদ পোশাক পরার রীতি ?  

আসলে সোনালি হলুদ হল পাকা ফসলের রং। ফলের রং। উত্তর ভারতে সরিষার ক্ষেত এই সময় ফুলে ফুলে ভরে যায়। প্রকৃতি হলুদ বর্ণ রং ধারণ করে। প্রকৃতির এই রংই আসলে মানুষের পোশাকে উঠে আসে। এর পাশাপাশি হলুদ রং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয়। 

তাই দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভাল বলে মনে করা হয়। এছাড়া বসন্তের আগমনের বার্তা বয়ে আনে এই উৎসবয  এই ঋতু নবজীবন এবং প্রাণশক্তির প্রতীক। হলুদ একটি প্রাণবন্ত রং। হলুদ নতুন ফসলের প্রতীক, সমৃদ্ধি রং এবং নতুন সূচনার জন্য শুভ। হলুদ রং সুখ, শান্তি দেয় এবং মানসিক চাপ দূর করে। তাই শীতের রুক্ষতাকে বিদায় জানাতে ও পজিটিভিটি নিয়ে বসন্তকে আবাহন জানাতে হলুদ পরার রীতি আছে। 

মনে করা হয় যে কোনও শুভ অনুষ্ঠানের জন্য হলুদ রং খুবই শুভ।  হলুদ ফুল দিয়ে ঘর সাজানোর পাশাপাশি পোশাকেও হলুদ রঙের ব্যবহার করা হয়।  সেই সঙ্গে যদি ঘরে হলুদ পর্দা ব্যবহার করা হয় বা চাদর পাতা হয়, তাহলে মনে ইতিবাচক শক্তি বাড়ে।  এছাড়া বৈজ্ঞানিকভাবে হলুদ রঙকেও বিশেষ বিবেচনা করা হয়েছে। হলুদ রং মানসিক চাপ দূর করে মনে শান্তি আনে।

You might also like!