Festival and celebrations

1 year ago

Jayadeva-Kenduli Mela : শুরু হল প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা

Jaydev-Kenduli Mela
Jaydev-Kenduli Mela

 

জয়দেব : কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার শুরু হল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। রবিবার স্নানের ঘাট সহ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মত। মেলায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনী সমূহ ও নানান দেবদেবীর মূর্তি৷ এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত। এবার কোভিড পরিস্থিতির কাটিয়ে জমজমাট প্রাচীন জয়দেব মেলা৷ ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারেন পুণ্যার্থীরা৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলিন্টিয়ার সহ প্রায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে।

You might also like!