Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Festival and celebrations

1 year ago

Teacher's Day:৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, কেন বেছে নেওয়া হল? জানুন সেই ইতিহাস

Teacher's Day
Teacher's Day

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেপ্টেম্বরের পাঁচ তারিখের জন্য আলাদা  কোনও ভূমিকার দেওয়ার প্রয়োজন নেই। প্রতি বছর এ দিনে শিক্ষক দিবস পালিত হয়। জীবনে একজন শিক্ষকই মানুষদেরকে সাফল্যের জীবনে শিক্ষকই মানুষদেরকে সাফল্যের উচ্চতার শিখরে নিয়ে যান। তাঁর আশীর্বাদেই আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে ভালভাবে চলতে পারি। শিক্ষক দিবসে, শিক্ষার্থীর গুরু এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভারতের রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করে। আসুন জেনে নেওয়া যাক শিক্ষক দিবসের ইতিহাস ও গুরুত্ব !

৫ই সেপ্টেম্বর কেন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়?

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।  ভারতরত্ন ডক্টর রাধাকৃষ্ণনের নিজে একজন মহান শিক্ষক ছিলেন।  একবার যখন ছাত্ররা তাঁর জন্মদিন একসঙ্গে পালন করার কথা ভাবলেন,তিনি বলেছিলেন, 'আমি গর্বিত হব যদি আমার জন্মদিন আলাদাভাবে উদযাপন না করে, এটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।' ১৯৬২ সালে প্রথমবারের মতো ওনার কথা মান্যতা দিয়ে "শিক্ষক দিবস" উদযাপিত হয়। এখানে রাধাকৃষ্ণণের সম্পর্কে প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর বলা কিছু কথা উল্লেখ করা দরকার, “তাঁর যথাসাধ্য ক্ষমতা দিয়ে রাধাকৃষ্ণণ দেশের সেবা করে গেছেন। তাঁর মতো শিক্ষকের কাছ থেকে আমরা এত কিছু শিখেছি, ভবিষ্যৎ প্রজন্মও শিখবে। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের মত একজন এত বড় মাপের শিক্ষাবিদ, দার্শনিক, সর্বোপরি একজন এত বড় মাপের মানুষকে পেয়ে ভারত ধন্য।”

শিক্ষক দিবসের গুরুত্ব -

ডক্টর রাধাকৃষ্ণণ তার জীবনের গুরুত্বপূর্ণ ৪০ বছর শিক্ষক হিসেবে দেশকে দিয়েছিলেন। তিনি সব সময় শিক্ষকদের সম্মানের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন।তিনি বলেন, প্রকৃত শিক্ষক সমাজকে সঠিক দিক নির্দেশ দিতে কাজ করেন। মানুষদেরকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি করাতে শেখায়। শিক্ষকরা সবার জীবন গঠনে বাবা-মার ন্যায় ভূমিকা পালন করে, তাই ওঁদের উপেক্ষা করা ঠিক নয়। এই দিনটি সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। 

উদযাপন

সারা দেশে ৫ই সেপ্টেম্বর স্কুল, কলেজ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষাক্ষেত্রে ডক্টর রাধাকৃষ্ণণের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পালিত হয় শিক্ষক দিবস। স্কুল-কলেজ থেকে পাশ করে গেলেও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের শুভেচ্ছা বার্তা, কার্ড, ফুল, মিষ্টি এবং উপহার দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একেবারে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, সকল ছাত্রছাত্রীরাই শিক্ষক দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রতি বছর সরকারের দ্বারা কয়েকজন শিক্ষককে "জাতীয় শিক্ষক" সম্মানে ভূষিত করা হয়। 


You might also like!