Country

6 hours ago

PM Modi :ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi Ghana honour
PM Modi Ghana honour

 

নয়াদিল্লি, ৩ জুলাই : ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সেই দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা’ সম্মানে ভূষিত করেন ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা।

‘দ্য অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা’ সম্মানে ভূষিত হতে পেরে তিনি সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, এর ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর দায়িত্ব আরও বৃদ্ধি পেল। এ দিন এই সম্মান পাওয়ার পরে তা দেশের জনগণ এবং দুই দেশের মধ্যে থাকা ঐতিহাসিক ও গভীর সম্পর্কের প্রতি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এই ব্যতিক্রমী সম্মানের জন্য ঘানার সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান তিনি।


You might also like!