Festival and celebrations

1 year ago

Makar Sankranti Rath Yatra : করিমগঞ্জে মকর সংক্রান্তির রথযাত্রায় লোকে-লোকারণ্য

Makar Sankranti Rath Yatra in karimganj
Makar Sankranti Rath Yatra in karimganj

 

করিমগঞ্জ (অসম), ১৫ জানুয়ারি  : নাড়ির টান হোক আর মাটির টান, পৌষ পার্বণ বলে কথা। আর যার দরুন এককথায় লোকে-লোকারণ্য। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে আজ রবিবার করিমগঞ্জে সম্পন্ন হয়েছে মকর সংক্রান্তির রথযাত্রা।

প্রতিবছর পৌষ সংক্রান্তিতে করিমগঞ্জ শহর সহ জেলার পাথারকান্দি, বারইগ্রাম, কায়স্থগ্রাম, কানাইবাজার, নিলামবাজার, শ্রীগৌরী, বদরপুর, লঙ্গাই, লাতু, সাদারাশি সহ বিভিন্ন গ্রামে মকর সংক্রান্তির রথযাত্রা উপলক্ষ্যে বিশাল এলাকা জুড়ে বসে গ্রামীণ লোকমেলা। সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপস্থিতি ঘটে এই মেলায়। বিশাল এলাকায় লোকে-লোকারণ্য হয়ে যায় তখন।

বরাবরের মত এবারও যথেষ্ট মানুষের ভিড়ে সাঙ্গো হয়েছে প্রতিটি প্রান্তের মেলা। সাদারাশি আখড়ার রথযাত্রায় অংশগ্রহণ করেন প্রাক্তন বিধায়ক বর্তমান এএসটিসি চেয়ারম্যান মিশনরঞ্জন দাস। অন্যদিকে শহরের নগর কীর্তনে অংশগ্রহণ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

নিজের মাটির টানে রথের দড়িতে টান দিতে গ্রামের বাড়িতে ছুটে আসনে অনেকে। শীতের তীব্রতা উপেক্ষা করে মেলার প্রতি সকল শ্রেণি ও পেশার মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই মেলার কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। রথযাত্রায় দিনব্যাপী পূজা-অর্চনা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ধূপ প্রজ্বলন এবং নাগরদোলা সহ শিশুদের আনন্দ উপভোগের বিভিন্ন উপকরণও বিকিকিনি চলে প্রতিটি মেলায়। প্লাস্টিক, ফাইবার, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ ও মাটির তৈরি জিনিসপত্র, হস্ত ও কুঠিরশিল্প সামগ্রী, বইপত্র, স্টেশনারি সামগ্রী, কাঠের ফার্নিচার, ক্রোকারিজ, উলের তৈরি ঝাড় প্রভৃতি পাওয়া যায় লোকমেলায়।

You might also like!