দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘরের মেয়ে কৈলাসে ফিরে যাবার পরে বাঙালির মন দুঃখে ভারাক্রান্ত হয়ে থাকে। সেই মনোকষ্ট অনেকটা কেটে যায় এই লক্ষ্মীপুজোয়। সারা রাজ্যের প্রায় সর্বস্তরের মানুষ লক্ষ্মীপুজো করে থাকেন। পুরাণ অনুযায়ী, লক্ষ্মী শ্রী-সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। লক্ষ্মী পুজো মূলত দুইভাবে হয়ে থাকে। কেউ করেন সরায়, অনেকে মা লক্ষ্মীর আরাধনা করেন লক্ষ্মীমূর্তিতে।
লক্ষ্মীর সরার আগমন মূলত ওপার বাংলা থেকে। এদেশীয় লোকেরা বরাবর মূর্তি পুজোতেই অভ্যস্ত। ওপার বাংলার মানুষজনই মূলত সরায় লক্ষ্মীপুজো করে থাকেন। বাংলাদেশের ফরিদপুর ও ঢাকা-- এই দুই জায়গাতেই বিশেষত এর বাহুল্য লক্ষ্য করা যায়।
প্রকারভেদে লক্ষ্মীর সরায় বিভিন্ন রকমের ছবি আঁকা হয়। কোনওটা দুর্গাসরা, কোনটা পুতুল, কোনওটায় আবার জয়া-বিজয়া। নদীয়ার তাহেরপুর আড়ংঘাটা নবদ্বীপ-সহ আশেপাশের অঞ্চলে এই লক্ষ্মীসরা আঁকা হয়ে থাকে। মূলত দুর্গাপুজোর সময় থেকেই লক্ষ্মীপ্রতিমা নির্মাণের কাজে হাত লাগান মৃৎশিল্পীরা।