Festival and celebrations

1 year ago

Durga Puja Destination: এই পুজোয় ঘুরে আসুন শিব ও সতীর মিলন ক্ষেত্র গোয়াদাম

Goadam (File Picture)
Goadam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথায় বলে পুণ্যভূমি উত্তরাখণ্ড। কথিত আছে যেখানে নাকি বাস করতেন নানান দেবদেবী। আর উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে গাড়োয়াল আর কুমায়ুন পর্বতমালার মাঝখানে অবস্থান করছে গোয়াদাম। 


পৌরাণিক বিশ্বাস অনুসারে বলা হয় এই গ্রামেই নাকি এক সময় বিয়ে করেছিলেন শিব ও সতী। শুধু তাই নয়, পুরাণ ছাড়াও ইতিহাস, স্থাপত্য, বিজ্ঞান, প্রাকৃতিক সৌন্দর্য ব্যবসার মিশেলে তৈরি হয়েছে এই ভ্রমণক্ষেত্র।এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলতে চোখে পড়বে বরফের চাদরে আবৃত পর্বতমালা। রোদ ঝলমলে নিলাকাশ এবং তার নীচে একেবেঁকে চলা পাহাড়ি রাস্তা। এর সঙ্গে রয়েছে বনভূমি ও ছোট থেকে বড় হ্রদসমুহ। সব মিলিয়ে এক বইয়ের পাতা থেকে তুলে আনা রুপকথার প্রতিচ্ছবি এই গোয়াদাম। 


পর্বত বেষ্টিত গোয়াদামে পরিবেশটাই ভীষণ নির্জন। যেসমস্ত পর্যটকেরা একটু অভিযানপ্রেমী, তাঁদের জন্য রয়েছে ট্রেকিংয়ের সুনিদারুণ ব্যাবস্থা। এখানকার জলবায়ু সারাবছরই মনোরম থাকে। রফের চাদরে আবৃত পর্বতমালা থাকা সত্ত্বেও এখানে সেই পরিমাণে কনকনে ঠাণ্ডা নেই আবার গরমকালেও গরম পড়ে না। তাই এই পুজোর ছুটিতে কিছুদিন আপনার পছন্দের গন্তব্য হতেই পারে গোয়াদাম। 

You might also like!