দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনার বাড়িতে যদি গোপাল থাকে, তাহলে নিয়মিত তাঁকে স্নান করান। জলের মধ্যে দুধ, দই, গঙ্গাজল ও ঘি মিশিয়ে গোপালকে প্রতিদিন স্নান করাতে হবে। শঙ্খের মধ্যে এগুলি মিশিয়ে শঙ্খ থেকেই এই মিশ্রণ গোপালের গায়ে ঢালুন। এই জলের মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে। স্নানের পর ছোট বাচ্চার মতোই গোপালের সাজগোজ করান। প্রতিদিন গোপালের পোশাক বদলে দিন। কপালে চন্দনের তিলক কেটে দিন। ঋতু অনুযায়ী গোপালকে পোশাক পরানো জরুরি।
দিনে চার বার গোপালকে ভোগ দিতে হবে। তাঁর প্রসাদে থাকবে মাখন, মিছরি, লাড্ডু, ক্ষীর, হালুয়া ইত্যাদি। আমরা সবাই জানি যে মাখন গোপালের সবচেয়ে প্রিয়। তাই মাখন তাঁকে রোজ অবশ্যই দেবেন। এছাড়া বাড়িতে আপনাদের নিজেদের জন্য যা নিরামিষ আহার প্রস্তুত হবে, তা নিজেরা খাওয়ার আগে গোপালকে উত্সর্গ করুন। মনে করা হয়, ছোট বাচ্চার যেমন বারবার ক্ষিদে পেয়ে যায়, তেমনই গোপালেরও বারবার ক্ষিদে পায়। তাই তাঁকে বারবার ভোগ দিতে হবে।
নাড়ু গোপালকে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসেবে মনে করা হয়। ছোট বাচ্চাকে যেমন বাড়িতে কখনও একা রাখা যায় না, তেমনই গোপালকেও বাড়িতে রেখে সবাই মিলে কোথাও চলে যাবেন না। যদি সবাই মিলে কোথাও যেতেই হয়, তাহলে গোপালকে সঙ্গে করে নিয়ে যান।
দিনে তিনবার গোপালের আরতি করতে হবে।