কলকাতা, ১১ অক্টোবর: শুক্রবার শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমী। দৃকসিদ্ধ পঞ্জিকা মতে ব্রাহ্মমূহূর্তে মহাষ্টমীর পুজো শুরু হয়, সকাল ৬.২৪ মিনিট পর্যন্ত এই তিথি ছিল। ৭.১২ মিনিট পর্যন্ত চলে সন্ধিপূজা। এরপর তিথি অনুযায়ী শুরু হয় মহানবমী।
শুক্রবার ভোরেও মণ্ডপে মণ্ডপে চলে অঞ্জলী পর্ব। ভোর রাত হলেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। এদিকে, বৃহস্পতিবার প্রায় সারা রাত ধরেই চলে প্রতিমা দর্শনের পালা। কলকাতার রাজপথ থেকে শহরতলী ছাড়িয়ে জেলার পুজো মণ্ডপগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার সকাল থেকেই বহু দর্শনার্থী বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।