
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কোচবিহারের রাসমেলার মাঠের জনসভা থেকে জোরালো ভাষায় কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার রাসমেলার মাঠে তিনি বললেন, “সোনালিদের ছাড়িয়ে এনেছি। বাকি চারজনকেও ছাড়িয়ে আনব।”
বীরভূমের বাসিন্দা সোনালি বিবিকে বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে পাঠানো হয়েছিল। ছয় মাস বন্দি থাকার পর সম্প্রতি তিনি নাবালক ছেলের সঙ্গে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে রাজ্যে ফিরে এসেছেন। এ প্রসঙ্গে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি। রাজ্য সরকারই সোনালি এবং তার ছেলেকে নিরাপদে ফিরিয়ে এনেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দিল্লির পুলিশ সোনালিদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। সেখানে তাঁরা অমানবিক পরিস্থিতিতে ছিলেন, দৈনন্দিন খাবারের পরিমাণও সীমিত ছিল। সোনালির স্বামী এবং আরও তিনজন এখনও বাংলাদেশে রয়েছেন। মমতা আশ্বাস দিয়েছেন, রাজ্য সরকার বাকি চারজনকেও ফিরিয়ে আনবে। এছাড়াও রাজ্যে এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না। পঞ্চানন বর্মার পায়ে হাত দিয়ে সেই বার্তাও মুখ্যমন্ত্রী ফের দিয়েছেন। মমতার কথায়, “এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না।”
অপরদিকে, বীরভূমের পাইকর গ্রামের বাড়ি ফিরেও স্বামীর জন্য দুশ্চিন্তায় রয়েছেন তিনি। স্বামী দ্রুত ফিরে আসুক, তেমনই চাইছেন সোনালি। বাংলায় ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সোনালি। বাংলাতেই তাঁরা থাকতে চান, ভিনরাজ্যে আর যাবেন না। সেই ইচ্ছাও সোনালি বিবি প্রকাশ করেছেন।
