দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ছোট বেলা থেকেই আমরা সবাই এই কথাটি শুনে অভ্যস্ত। বাঁ হাতে নাকি অঞ্জলি দিতে নেই।তাতে না কী পাপ হয়। কিন্তু সত্যিই কি তাই? জানেন কী বলছে শাস্ত্র? বাঁ হাতে ফুল দিলে কী প্রভাব পড়তে পারে আপনার জীবনে জানেন কী?
আমরা প্রায় শতকরা ৯৮ থেকে ৯৯ ভাগ মানুষই ডান হাতের ব্যবহার বেশি করি। যে কোনও রকম দরকারি কাজ আমরা ডান হাতে করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। তাই ফুল দেওয়ার সময় ও ডান হাতের ব্যব হার করা হয়ে থাকে। এর পিছনে আরেকটি কারণ হল ভারতীয়রা শৌচ কর্মের পরে নিজেকে পরিষ্কার রাখতে বাঁ হাতের ব্যবহার করে। তাই এই হাতকে অশুচি বা অস্পৃশ্য বলে ধরে নিই। বিশেষ করে খাবার খাওয়া, বা পুজোর কোনও আচার পালন করা অথবা অন্য কোনও শুভ কাজে আমরা বাঁ হাতের ব্যবহার করি না।
তবে এই সম্বন্ধে শাস্ত্রে কোনও নিয়মের উল্লেখ পাওয়া যায় না। আপনি চাইলে বাঁ হাতেও অর্পণ করতে পারেন। শাস্ত্র মতে তাতে কোনও বাধা নেই। এই নিয়মের সূত্রপাত হয়েছে মানুষের দ্বারাই। এক সময় সাধুরা বা পুরোহিতরা আচার করতে গিয়ে এই ধরনের নিয়ম তৈরি করেছেন। এটি আদতে একটি প্রচলিত রীতি মাত্র।