Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Entertainment

1 month ago

Grief Stricken :সাদা শাড়ি, মুখে বিষণ্ণতা—সঞ্জয়ের মৃত্যুর পর প্রথমবার মুম্বইয়ে দেখা গেল করিশ্মা কপূরকে!

Karisma Kapoor was seen in Mumbai
Karisma Kapoor was seen in Mumbai

 

দুরন্তবার্তা ডিজিটাল  ডেস্কঃ  গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে শিল্পপতি সঞ্জয় কপূরের। তার পর কেটে গিয়েছে ছ’দিন। প্রশ্ন উঠেছিল কবে হবে সঞ্জয়ের শেষকৃত্য! নাগরিকত্ব সংক্রান্ত কিছু আইনি বাধা থাকায় এক দেশ থেকে অন্য দেশ মরদেহ নিয়ে আসায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। যদিও এখন সেই সমস্যার সমাধান হয়েছ।

সঞ্জয় কাপূরের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। প্রাক্তন স্বামী হিসেবে করিশ্মা কাপূরের জীবনে তাঁর গুরুত্ব থাকলেও ব্যক্তিগত জীবনের ওঠাপড়া দীর্ঘদিন ধরেই চলে আসছিল। কিন্তু সম্পর্কের টানাপোড়েনের ঊর্ধ্বে উঠে করিশ্মা এবার তাঁর দুই সন্তানকে নিয়ে দিল্লি রওনা দিলেন সঞ্জয়ের শেষকৃত্যে যোগ দিতে।

গতকাল মুম্বই বিমানবন্দরে করিশ্মাকে দেখা যায় মুখে রূপটানের লেশমাত্র নেই, পরনে সাদা সালোয়ার-কামিজ। চোখে রোদচশমা।গাড়ি থেকে নেমেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের প্রবেশদ্বারে ঢুকে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন কিয়ান ও সামায়রা—দুই সন্তান। দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের একান্ত, স্তব্ধ মুহূর্ত। কোনও মন্তব্য না করে, এক গাম্ভীর্য ও সম্মানজনক নীরবতায় তাঁরা বিমানবন্দরে প্রবেশ করেন।

জানা গেছে,সঞ্জয়ের শেষকৃত্য ১৯ জুন বিকেল ৫টায় সম্পন্ন হবে। তার পর ২২ জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলের দরবার হবে স্মরণসভা। ইতিধ্যেই পরিবারের তরফ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে, সেখানে রয়েছে করিশ্মার দুই সন্তানের নাম। শোনা যাচ্ছে, দুই ছেলে মেয়েকে নিয়ে দিল্লিতেই কটা দিন থাকবেন করিশ্মা।
সঞ্জয় ও করিশ্মার বিবাহ হয়েছিল ২০০৩ সালে। কিন্তু ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। যদিও দুই ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের। করিশ্মার দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রাখেন সঞ্জয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও সন্তানদের দায়িত্ব ও দেখভালে করিশ্মা সবসময় ছিলেন সক্রিয়। সঞ্জয়ের জীবনের শেষ পর্বে তাঁদের দেখা-সাক্ষাৎ খুব একটা হত না, কিন্তু সন্তানদের সঙ্গে যোগাযোগ বজায় ছিল।
এই ঘটনাই প্রমাণ করে, বলিউডের ঝলমলে দুনিয়ার বাইরে বাস্তব জীবনে শোক, সম্পর্ক এবং মানবিকতা এখনও গভীরভাবে জড়িয়ে আছে—যেখানে আবেগ, দায়িত্ববোধ এবং মর্যাদা একে অপরকে জায়গা দেয়। করিশ্মার সাদা পোশাক যেন সেই নিঃশব্দ অথচ দৃঢ় বার্তা দিচ্ছে।

You might also like!