দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দেওয়ালি উপলক্ষে আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাবে দুই সিনেমা সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’। আনিস বাজমি ও রোহিত শেঠির দুই সিনেমার বক্স অফিসে টক্কর দেখতে মুখিয়ে আছেন অনেক দর্শক। অগ্রিম বুকিংয়ের হিসাব–নিকাশ শুরু হয়ে গেছে। তবে এর মধ্যে জানা গেল নতুন খবর, সৌদি আরবে সিনেমা দুটির প্রদর্শন নিষিদ্ধ করেছে দেশটির সরকার।সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভুল ভুলাইয়া ৩ ও ‘সিংহাম এগেইন’ সিনেমায় হিংসা ও যৌনতা আছে। এ ছাড়া এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।
সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না বলিউডের এই সিনেমা দুটি। একই দিন মুক্তির অপেক্ষায় থাকা দক্ষিণি সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি প্রশাসন। তবে বিষয়টি নিয়ে এ দুই সিনেমার নির্মাতার প্রতিক্রিয়া জানা যায়নি।
আর সিংহাম এগেইনের বাজেটও ৪০০ কোটি। একসঙ্গে একঝাঁক সুপারস্টার নিয়ে বাজিমাত করতে চান রোহিত। তাঁর ছবির মূল নায়ক অজয় দেবগন।আর তাঁর বিশাল পুলিশ বাহিনীতে ‘ইন্সপেক্টর সিম্বা ভালেরাও’রূপে রণবীর সিং, ‘ইন্সপেক্টর বীর সূর্যবংশী’ হয়ে অক্ষয় কুমারকেও দেখা যাবে। এ ছবির অন্য তারকারা হলেন জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর। সালমান খানও যে রোহিতের পুলিশ ইউনিভার্সে যোগ দিতে চলেছেন, কিছুদিন আগেই তা জানিয়েছেন নির্মাতারা।
রোহিতের পুলিশ ইউনিভার্সের প্রথম নারী পুলিশ অর্থাৎ ‘লেডি সিংহাম’রূপে দুষ্টের দমন করতে আসছেন দীপিকা পাড়ুকোন। সিংহাম এগেইনে অজয়ের স্ত্রীর ভূমিকায় আছেন কারিনা কাপুর খান।
অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে রুহবাবা চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। এ ছাড়া ছবিটিতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। তবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ দুই মঞ্জুলিকা—মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান।