
নয়াদিল্লি, ২৯ অক্টোবর : রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান মন্দই। বুধবার ধোঁয়াশায় মোড়া ছিল দিল্লির বেশ কিছু এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ভোরে আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৭, যা খুবই মন্দ মর্যায়ে পড়ে। আনন্দ বিহারে ওই সময় বাতাসের গুণগতমান সূচক ছিল ৩০৭।
দিল্লির ইন্ডিয়া গেট এলাকায় ছিল ধোঁয়াশার কবলে, সেখানে বাতাসের গুণগতমান সূচক ছিল ২৮২। দিল্লির অক্ষরধাম এলাকাও দূষণের গ্রাসে ছিল। সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৭। মোটামুটিভাবে বুধবার সকালে দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বাতাসের গুণগতমান ছিল "খুব খারাপ"।
