Entertainment

2 years ago

'Masoom' is returning to the silver screen : আবার সিলভার স্ক্রিনে ফিরছে ‘মাসুম’-এর জাদু

'Masoom'
'Masoom'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবার সিলভার স্ক্রিনে ফিরছে ১৯৮৩ সালের ‘মাসুম’ উন্মাদনা। মুখ্য চরিত্রে আবারও কি দেখা যাবে নাসিরউদ্দিন শাহ এবং শাবানা আজমিকে? 

‘মাসুম’ নামের সেই কালজয়ী ছবির চিত্রনাট্য লিখেছিলেন গুলজ়ার। ১৯৮০ সালে প্রকাশিত এরিক সেগালের ‘ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড’ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল কাহিনির নির্যাস। পরিচালক হিসাবে এই ছবিতেই আত্মপ্রকাশ করেন শেখর।

‘মাসুম’-এর জাদু পৌঁছে গিয়েছিল সব প্রজন্মের দর্শকের কাছে। স্বাভাবিক ভাবেই নানা সময়ে প্রশ্ন উঠেছে, পরের পর্ব কি আসতে পারে? সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাটা বলেই ফেললেন শেখর। তাঁর কোথায়, “হ্যাঁ, সিক্যুয়েল আসছে। আমি পরিচালনা করছি। তবে বিস্তারিত বলার সময় এখনও আসেনি।”

সকল কলা কুশলীদের  অনবদ্য পারফরম্যান্সই ছবিটিকে বিপুল জনপ্রিয়তা দেয়। কাহিনির সংবেদনশীলতা, আরডি বর্মণের সুর দর্শককে মোহিত করেছিল। পরবর্তী ‘মাসুম’-এর কতটা প্রতিফলিত তা এখন দেখার। 


You might also like!